দলবদলের ২৪ ঘন্টার মধ‍্যে প্রার্থী : তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই মন্দিরনগরীতে

7th March 2021 10:48 am বাঁকুড়া
দলবদলের ২৪ ঘন্টার মধ‍্যে প্রার্থী : তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই মন্দিরনগরীতে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : চব্বিশ ঘন্টা ঘন্টা পেরোতে না পেরোতেই বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ লাভ । ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরের নাম লেখিয়েই প্রার্থী। অনেকটাই ব্যাকফুটে বিজেপি প্রার্থী,  মানুষের সমর্থন বিজেপির পাশে নেই এমনটাই দাবি  তৃণমূল কংগ্রেস ও বাম কংগ্রেস জোট প্রার্থীর।

বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে বিষ্ণুপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ্ কে।আজই প্রথম ভোট প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী। আজ মন্দির নগরী বিষ্ণুপুরের বিখ্যাত ছিন্নমস্তা,  ষাঁড়েশ্বর ও মৃন্ময়ী মন্দিরে পুজো দিয়ে বিজেপির অনুকরণে চায়ে চুমুক দিয়ে শুরু করলেন প্রচার। হাঁটলেন বিষ্ণুপুর শহরের অলি গলি থেকে রাজপথ সর্বত্রই। যেখানে মানুষের দেখা পেয়েছেন হাতজোড় করে ভোট ভিক্ষা চেয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ্ এর  অভূতপূর্ব সাড়া মানুষের, আমি আপনাদের মেয়ে, মানুষ আমাকে আপন করে নিয়েছে আমি কৃতজ্ঞ। আপনারা যে জায়গায় আমাকে দিয়েছেন আমি সম্মান অক্ষুন্ন রাখবো। আগামী দিনে আপনাদের আশীর্বাদ আমার উপর বর্ষিত হোক এমনটাই আশা তৃনমূল প্রার্থী। অন্যদিকে বিজেপি প্রার্থী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য সবার থাকে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। দলের হয়ে যদি দলের মানুষের জায়গা না হয় তাদের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল প্রার্থী।

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে তন্ময় ঘোষ কে।এই তন্ময় ঘোষ  তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন গতকাল। আর তার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই তাকে প্রার্থী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই তন্ময় ঘোষ বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ছিলেন গতকাল সকাল পর্যন্ত। গতকাল কলকাতায় গিয়ে বিষ্ণুপুর যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ হাত থেকে  বিজেপির দলীয় পতাকা হাতে তোলেন। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাকে প্রার্থী করে দেয় গেরুয়া শিবির। 

তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ্ বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ সম্পর্কে মন্তব্য করতে না চাইলেও বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থীর কটাক্ষ  রাতারাতি একদিনের যোগদান করার পর বিজেপির প্রার্থী হওয়া যায়। তৃণমূল নিয়ে কোন কথা বলতে না চাইলেও, তার দাবি যতসব চোর এখন হাজির হয়েছে বিজেপির গোয়ালঘরে। নীতি আদর্শ বলে কিছু নেই, কামানো টাই সব। ধান্দাবাজদের মানুষ বুঝে গেছেন।এমন স্বার্থান্বেষী তোলাবাজদের বিষ্ণুপুরের মানুষ গ্রহণ করবেন না বলেই দাবি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী দেবু চ্যাটার্জির। আজ তিনিও বিষ্ণুপুরের জাগ্রত মন্দির সিদ্ধেশ্বরী মায়ের কাছে ভোটে জয়লাভ করার জন্য প্রার্থনা করেন। পাশাপাশি জনসংযোগের ওপরও জোর দেন কংগ্রেস প্রার্থী।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।